একমাত্র পানির পাম্প নষ্ট

পানিশূন্য সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে রোগীরা

​​​​​​​ফেনী প্রতিনিধি :
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮

একমাত্র পানির পাম্প নষ্ট। বন্ধ রয়েছে পানি সরবরাহ। ফলে গত এক সপ্তাহ ধরে পানিশূন্য রয়েছে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের রোগী, রোগীর স্বজন, ডাক্তার এবং কর্মরত নার্স।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগী তাদের স্বজনরা বাইরের দোকান, পুকুর টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছেন। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এদিকে পানি সংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের রোগী আকলিমা বেগম বলেন, ‘পানি ছাড়া তো চলা যায় না। দুইদিন বাইরে গিয়ে এক আত্মীয়ের বাসা থেকে গোসল করে আসছি। এখন নিরুপায় হয়ে এখানে পড়ে আছি।

বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষও। তারা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালের একমাত্র পাম্পটি গত এক সপ্তাহ আগে নষ্ট হয়ে যায়। এরপর থেকে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ ইউনুস নামে এক রোগীর স্বজন বলেন, ‘গত দিন ধরে এখানে আছি। রোগীকে সুস্থ করতে এসে এখন আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উৎপল দাস বলেন, ‘পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। বিষয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী দুইবার আসলেও পাম্প ঠিক হয়নি।তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘হাসপাতালের পানির সমস্যার বিষয়ে আমি অবগত ছিলাম না। স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, ‘বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :