অগ্নিনির্বাপণ যন্ত্র পরীক্ষাকালে বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৩

গাজীপুরের টঙ্গীতে আনোয়ার সিল্ক মিলস লিমিটেড নামের একটি কারখানার কলোনিতে অগ্নিনির্বাপণ যন্ত্র পরীক্ষার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার (৫০) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি কারখানায় দমকল কর্মী হিসেবে কাজ করতেন। এ সময় শহীদুল নামে অপর শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ১টার দিকে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় আনোয়ার সিল্ক মিলস কারখানার শ্রমিক কলোনিতে অগ্নিনির্বাপণ যন্ত্র পরীক্ষা করছিলেন আব্দুস সাত্তার। এ সময় প্রচণ্ড শব্দে অগ্নিনির্বাপণ যন্ত্রটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুস সাত্তার ও তৌহিদুল আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা যান।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তাজুল ইসলাম জানান, আব্দুস সাত্তার ওই মিলের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। আজ ওই মিলে গ্যাস সিলিন্ডার চেক করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি এবং তৌহিদুল নামে আরও একজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সাত্তারকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তৌহিদুলের চিকিৎসা চলছে বলেও জানান ওই সহকর্মী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী থেকে গুরুতর আহত আব্দুস সাত্তার মারা গেছেন। বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :