আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার আকলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূর
রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার নসরতপুর ইউনিয়নের শাঁওইল বাজার এলাকায় স্বামী শাকিল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গৃহবধূর স্বামী শাকিল শেখ নির্যাতন করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কিলঘুষি মেরেছি। এরপর রাতে শয়ন কক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার মেয়েটি ঘুম থেকে জেগে ওঠায় আমারও ঘুম ভেঙে যায়। এরপর দেখি আমার ওপর অভিমান করে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে দরজার সামনে ঝুলছে।’
নিহত গৃহবধূ আকলিমা খাতুনের মামা মোস্তাকিন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি যেটুকু জায়গার মধ্যে আকলিমার লাশ ঝুলেছিল তাতে ঘটনাটি সন্দেহজনক মনে হয়েছে। এজন্য পুলিশকে খবর দেওয়া হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন