সাজা খাটার ভয়ে সেজেছেন ভিক্ষুক, তবুও শেষ রক্ষা হয়নি

​​​​​​​কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮
অ- অ+

তিন বছরের সাজা খাটার ভয়ে ভিক্ষুক বেশে কাটিয়েছেন ৮ বছর। তবুও শেষ রক্ষা হয়নি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. চান মিয়ার (৫২) । গ্রেপ্তার হতে হয়েছে পুলিশের হাতে।

চান মিয়া উলিপুর উপজেলার পৌরসভার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা।

সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চান মিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন।

এর আগে রবিবার রংপুর নগরীর লালবাগ এলাকায় চান মিয়াকে ভিক্ষা করার সময় হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আসামি চান মিয়ার নামে ২০০৮ সালে উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও মালামাল চুরির মামলা হয়। ২০১৫ সালে ওই মামলায় আদালত চান মিয়াকে তিন বছরের সাজা প্রদান করেন।

এর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন চান মিয়া। সাজা খাটার ভয়ে ভিক্ষুক বেশে কাটিয়ে দিয়েছেন ৮ বছর।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন মাজহারুল হক
আইপিএল: দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা