সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:১৬

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পৌর শহরের শান্তিবাগ এলাকায় একটি পরিত্যক্ত দোতলা বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা ছাত্রদলের নেতাকর্মীরা

হরতালের সমর্থনে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে। সেই সঙ্গে সকাল ১০টার পরপর শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাদের আটক করে। সেই সঙ্গে (ঢাকা মেট্রো গ-১৫-৮১-৩৮) নম্বরের একটি কার জব্দ করা হয়।

সুনামগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর রিয়াজ উদ্দিন বলেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে হরতালের সমর্থনে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। আমাদের অভিযান অব্যাহত আছে।

(ঢাকা টাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :