ফুলবা‌ড়ি‌তে নিয়ম ব‌হির্ভূতভা‌বে ক‌লে‌জের গাছ কর্তন!

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:১৪
অ- অ+

কুড়িগ্রামের ফুলবাড়িতে টেন্ডার ছাড়াই কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের বিশালাকৃতির চারটি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের চার‌টি জীবন্ত গাছ কা‌টেন। গত বৃহস্পতিবার ইউক্যালিপটাস, পাইকড় ও শিমুলসহ মোট চার‌টি গাছ কে‌টে ফেলা হয়। এর মধ্যে একটি গাছ বিক্রি করেন এবং বাকি তিনটি গাছ বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়ে‌ছে। গাছ চারটির আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। এদিকে মনগড়া ম‌তো টেন্ডার ছাড়াই কলেজ মাঠে ছায়া দানকারী জীবন্ত গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কলেজ মাঠের চারদিকে সারিবদ্ধভাবে থাকা এসব গাছ প্রতিষ্ঠানটির সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়াদান করে আসছে। অধ্যক্ষ অকারণে সেগুলো কেটে ফেললেন। ফ‌লে একদিকে যেমন প্রতিষ্ঠানটির সৌন্দর্য্য নষ্ট হলো, তেমনি প্রখর রৌদ্রে শিক্ষার্থীদের দাঁড়ানোর জায়গা থাকলো না।

এ বিষয়ে কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার জানান, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের চারটি গাছ কাটা হয়েছে। একটি গাছ বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হয় এবং বাকি তিনটি গাছ প্রতিষ্ঠানের কাজে লাগানো হবে।

ত‌বে ফুলবা‌ড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ জানান, ঘটনাস্থ‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিয়ম বহির্ভূতভাবে গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা