নানা মারপ্যাঁচে আটকে গেল অষ্টম-নবমের বই

তানিয়া আক্তার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯
অ- অ+

একযুগের বেশি সময় ধরে শিক্ষবর্ষের শুরুর দিন উৎসব করে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করে আসছে সরকার। করোনাকাল ব্যতীত ২০১০ সাল থেকে বিনামূল্যের বই বিতরণের ব্যতয় ঘটেনি। তবে আসন্ন দ্বাদশ নির্বাচন থাকায় নতুন বছরের বই উৎসব নিয়ে দেখা দিয়েছিলো সংশয়। অবশেষে সেই সংশয়ও দূর হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই হচ্ছে বই উৎসব, নতুন বই পাবে শিক্ষার্থীরা। তবুও নানা মারপ্যাঁচে এবছর আটকে গেল নতুন বছরের প্রথম দিনে অষ্টম ও নবম শ্রেনীর সব শিক্ষার্থীর নতুন বই হাতে পাওয়া।

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, অষ্টম ও নবম শ্রেণী ছাড়া অন্য সব শ্রেনীর শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পাচ্ছে। শুধু অষ্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের একটি অংশ ওই দিন বই পাবে না। তারা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বই হাতে পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এ দুই শ্রেনীর পাঠ্যবই পৌঁছানো হবে।

আর প্রতি বছরের মতো ১ জানুয়ারি বই উৎসব হওয়া নিয়ে এ বছর সংশয় দেখা দিয়েছিল নির্বাচন ও রাজনৈতিক উত্তাপ ঘিরে। এমনকি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বই উৎসব নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে অবশেষে বই উৎসবে নির্বাচন কমিশন অনুমতি দেওয়ায় আগামী ১ জানুয়ারি এই উৎসব হচ্ছে। কিন্তু উৎসবে রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রার্থীরা অংশ নিতে পারবেন না বলে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

কমিশনের এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ে জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের নেতৃত্বে বই উৎসব অনুষ্ঠিত হবে। এতে কোনো রাজনৈতিক ব্যক্তি অংশ নিতে পারবেন না। সে অনুযায়ী বই উৎসবে এবছর অংশ নিতে পারছেন না শিক্ষামন্ত্রী দীপু মনিও। তবে এর আগের দিন ৩১ ডিসেম্বর নতুন বই উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘বই উৎসব ১ তারিখ হচ্ছে। তবে আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে নির্বাচন কমিশনের অসম্মতি আছে। প্রথমত, প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর উদ্বোধনের পর নতুন বছরের জানুয়ারির ১ তারিখ মন্ত্রীরা বই উৎসব করেন। সেই বই উৎসবে মন্ত্রীর সাথে এমপি বা সংসদীয় কমিটির লোকজন থাকেন। এবার তারা থাকতে পারবেন না। এবার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে প্রত্যেকটা জেলা-উপজেলায় জেলা প্রশাসক, প্রধান শিক্ষক বা ইউএনও স্বল্প পরিসরে বই দিতে পারবেন। অর্থাৎ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। কারণ সামনে নির্বাচন তাই পরিস্থিতি আগের মতো থাকবে না।’

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে শিক্ষাবর্ষের শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া নিয়ে সংশয় কাটলেও এখনও অষ্টম ও নবম শ্রেণির সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পৌঁছেনি। কারণ মাধ্যমিক পর্যায়ের অষ্টম আর নবম শ্রেণির পান্ডুলিপির অনুমোদন পেতে বেশি সময় লেগে যাওয়ায় এই দুই শ্রেণির বই ছাপা দেরিতে শুরু হয়। তাই নুতন বছরের প্রথমদিনে এই দুই শ্রেণীর বই সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যাচ্ছে না।

তবে এনসিটিবি বলছে, ৩০ ডিসেম্বরের মধ্যে অষ্টম ও নবম শ্রেণীর কিছু বই ছাড়া অন্যসব বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে।

অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বই ইতোমধ্যেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। বাকি শিক্ষাপ্রতিষ্ঠানেও ৩০ ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে অষ্টম ও নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের পাণ্ডুলিপি ১৭ ডিসেম্বর হাতে পেয়েছি। এরপর প্রেসে পাঠিয়েছি। ১৫০টি লটের মধ্যে ৫০টি লট ছাপা হয়ে গেছে। সেই বইগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। এ দুই শ্রেণীর বাকি বইও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাপা শেষ হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই পৌঁছে যাবে। কোনো সংকট হবে না।’

এনসিটিবি থেকে জানা যায়, আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বইয়ের সংখ্যা ২১ কোটি ৩২ লাখের বেশি। এরমধ্যে অষ্টম শ্রেণিতে বইয়ের সংখ্যা ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি। নবম শ্রেণিতে বইয়ের সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষকদের জন্য শিক্ষক সহায়িকা বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/টিএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা