লক্ষ্মীপুর-২: স্বতন্ত্র প্রার্থীর অফিস দখলের চেষ্টা, জরিমানা গুনলেন নৌকার প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮
অ- অ+

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের নির্বাচনি অফিস দখল করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের কর্মীরা। তবে অফিসটি দখল করতে না পারলেও উল্টো জরিমানা গুনতে হয়েছে নৌকার প্রার্থীকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) পঞ্চুম পাটোয়ারী বাড়ির সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ জানানো হয় তাদের নির্বাচনি অফিস নৌকার প্রার্থীর লোকজন দখল করছে। সেই অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় নৌকা প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করি।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে আবারও উন্মুক্ত নালায় পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গুঁড়িয়ে দিয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা