এই অঞ্চলে ছায়াযুদ্ধ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:১৩ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই অঞ্চলে আমরা কোনো ছায়াযুদ্ধ চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা। আমরা এখানে কোনো প্রক্সি ওয়ার (ছায়াযুদ্ধ) চাই না। সব দেশেই আমাদের সাথে এক্ষেত্রে একমত। মধ্যপ্রাচ্যের এত সম্পদ থাকার পরেও শান্তি নেই। এখন ইউরোপের দেশগুলোও জড়িয়ে পড়েছে।’

একইসঙ্গে বিদেশিদের সাথে তলে তলে কোনো আপস হয়নি বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে পশ্চিমাদের অবস্থান প্রসঙ্গে ড. মোমেন আরও বলেন, ‘আমরা কখনো প্রেশার ফিল (চাপ অনুভব) করিনি। আপনারা মিডিয়া আমাদেরকে প্রেশার দিয়েছেন। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে দুনিয়াকে দেখাতে চাই। এটা আমাদেরই লক্ষ্য। অন্যান্য দেশ আমাদের সহযোগিতা করছে। যাদের আমেরিকাসহ অন্যান্য দেশে সম্পদ আছে, সন্তানদের পড়ান তারা দুশ্চিন্তায় ছিলেন। সরকারের রাজনীতিকদের চিন্তা ছিল না।’

বিগত বছরগুলোতে দেশে আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ বাড়ছে বলেই আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভিসানীতিতে বলেছে যারা নির্বাচন প্রতিহত বা বর্জন করবে তাদের ওপর এর প্রয়োগ হবে। এক্ষেত্রে অনেক খুশি হব উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উল্টো দল তারা তো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন না হওয়ার জন্য প্রচারণা করছে। তাই যেটা তারা (যুক্তরাষ্ট্র) প্রতিশ্রুতি দিয়েছে সেটা করলে ভালো হয়।’

স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই হবে। না হওয়ার কী কারণ আছে? যদি ভোটার ভোট দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য।’ একইসঙ্গে ১৯৯৬-এর নির্বাচন দেশের মানুষ গ্রহণ করে নাই বলেও জানান তিনি।

তবে পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ভোটকেন্দ্রে ভোটার নিয়ে আসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এসআরপি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :