২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:০৬ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৪

২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।

‘যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো?’- বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, এদের শাস্তি অবধারিত।’

তিনি আরও বলেন, ‘গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ‘ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন>> ‘২৮ অক্টোবর টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে’

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।’

মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়- এমন প্রশ্নও করেন শেখ হাসিনা। বলেন, ‘বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।’

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশের দিন রাজধানীর কয়েকটি স্থানে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। অন্তত ৩০ জন সংবাদকর্মী আহত হন।

ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকিন ওইদিন দুপুরে মোটরসাইকেল নিয়ে খবর সংগ্রহকালে নাইটিঙ্গেল মোড়ে হামলা শিকার হন। তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচার হলেও এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী বিশেষ করে ঢাকা টাইমসের সাংবাদিক সিরাজুম সালেকিনের সঙ্গে কথা বলেন। তার চিকিৎসার খোঁজখবর নেন।

(বাঁ দিকে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর আহত সাংবাদিক সিরাজুম সালেকিনের সঙ্গে কথা বলেন। (ডানে) আহত সাংবাদিকরা সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে

এসময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।

২৮ অক্টোবর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন নিউএজের বিশেষ প্রতিনিধি আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ ও ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন, দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান রাব্বি, সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ, শেয়ার বিজের প্রতিবেদক হামিদুর রহমান, ব্রেকিং নিউজের অপরাধবিষয়ক প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও আহসান হাবিব সবুজ, একুশে টিভির প্রতিবেদক তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ ও শেখ নাসির, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরাম্যান আরজু, ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস, নুরুজ্জামান শাহাদাৎ ও ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম পনি, কালের কণ্ঠের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শেখ হাসান ও ফটো সাংবাদিক লুৎফর রহমান, দ্য রিপোর্ট ডট লাইভের ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, বাংলানিউজের জাফর আহমেদ এবং ফ্রিল্যান্সার মারুফ, দৈনিক কালবেলার অপরাধবিষয়ক প্রতিবেদক রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার জনি রায়হান, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল ও তৌহিদুল ইসলাম তারেক।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :