রামগড়ে ১৩’শ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৮
খাগড়াছড়ির রামগড়ে ১৩’শ পিস ইয়াবাসহ মো. আফছার নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সদর বাজারস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. আফছার চট্রগ্রামে জেলার ভুজপুর থানার ২নং দাঁতমারা ইউপির ৩নং ওয়ার্ডের মো. মফিজুর রহমানের ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জানান, আসামীর বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)