৭ তারিখ হবে ফরিদপুরবাসীর মুক্তির দিন: এ.কে. আজাদ

আগামী ৭ জানুয়ার হবে ফরিদপুরবাসীর মুক্তির দিন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি বলেন, ফরিদপুরের মাটি অত্যন্ত খাঁটি। এ মাটির মানুষ কখনো বেঈমানি করে না। তারা সন্ত্রাস-চাঁদাবাজকে কখনো প্রশ্রয় দেয় না। তাই ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে ফরিদপুর গড়ার লক্ষ্যে রায় দেবে মানুষ। সেদিন হবে সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে ফরিদপুরবাসীর মুক্তির দিন।'
বৃহস্পতিবার বিকালে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে এক বিশাল জনসভায় এ কে আজাদ এসব কথা বলেন।
জনসভা বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হয়। তবে বেলা ১২টার থেকে সেখানে জনসমাগম হতে থাকে। দুপুর ২টার পর পুরো মাঠ জনসমুদ্রে রূপ নেয়। উপচে ভিড় বাড়তে থাকে আশেপাশের এলাকায়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ।
এ সময় এ কে আজাদ বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে আমি দলের সঙ্গে ছিলাম। ২০০৭ সালে দলীয় সভাপতি শেখ হাসিনার নামে মামলা করার পর আমাদের নামেও হুলিয়া জারি হয়েছিলো। তখন গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছিল শেখ হাসিনার নামে মামলা করলে তোমাদের কিছু বলা হবে না। কিন্তু ওই মামলার কাগজে স্বাক্ষর না করায় আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। আমার স্ত্রীর নামে ১১টি মামলা দেয়। আমার নামে ২২টি মামলা করে। এভাবে অনেক নির্যাতন সহ্য করেও নেত্রীর জন্য কাজ করে গেছি। সৈয়দা সাজেদা চৌধুরী, মোদাসসের হোসেন, মতিয়া চৌধুরী তার সাক্ষী।
তিনি বলেন, আমার জীবনে এত বড় জনসভায় আমি কখনো বক্তৃতা দেইনি। এটি সম্পূর্ণই আপনাদের ভালোবাসা। বিজয়ী হলে আমি প্রত্যেকটা এলাকায় ট্রেনিং সেন্টার করবো যাতে প্রশিক্ষিত করে তুলে বেকারদের চাকরির ব্যবস্থা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অবদান পদ্মা সেতু। আমরা পদ্মার এপাড়ে কয়েকশো বিঘা জমি কিনেছি। সেখানে শিল্প-কারখানা গড়বো। কেউ যাতে কর্মহীন না থাকে।
সভায় বক্তব্যকালে এ.কে আজাদের ভাই মো. ইসমাইল হোসেন বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পরে তারা যেসব হামলা করেছে, সেগুলো শুধু কর্মী-সমর্থকদের উপরে করে নাই, তারা আমার উপরে, আমার ভাই এ কে আজাদের উপর হামলা করেছে। আমাদের গায়ে হাত দিয়েছে।
তিনি বলেন, মাত্র দুইশো লোকের কাছে ফরিদপুরের লাখ লাখ মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। ৭ তারিখে এই জিম্মি দশা থেকে মুক্ত হবে ফরিদপুরবাসী।
সভায় আরও বক্তব্য দেন এ. কে. আজাদের স্ত্রী শায়মা আজাদ শাম্মি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বদিউজ্জামান বাবুল প্রমুখ।
মঞ্চে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী, পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহ আলম মুকুল, হামীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, এ কে আজাদের নির্বাচন সমন্বয়কারী শোয়েবুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এআর)

মন্তব্য করুন