ফেনীতে আগুনে পুড়ল আওয়ামী লীগ কার্যালয়, ককটেল বিস্ফোরণ

ফেনী শহরের রামপুরে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় মুহুর্মুহু গুলি ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খবর পেয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার রাত ১টার দিকে ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা কার্যালয়টিতে আগুন দেন ও গুলি ও শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন