আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে: ভোটের কোনো পরিবেশ নেই: তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৩
অ- অ+

তৃণমূল বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে। কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের কোনো পরিবেশ নেই।

রবিবার ( জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রুপসি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, চনপাড়া কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এরিয়া নির্বাচন কমিশনকে আগেই বলা হয়েছে। তারা কোনো ভূনিকা নেয়নি। আইন-শৃংখলা বাহিনীকে বলা হয়েছে। নৌকা প্রার্থী টাকা বিতরণ করতেছে। সে অভিযোগের পরিপ্রক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, নৌকার প্রার্থী সমস্ত বিশৃঙ্খলা করছে। তবে আমি নির্বাচনটা চালিয়ে যাবো। আমাদের প্রত্যেক প্রার্থী নির্বাচন করবে। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী তার অঙ্গীকার কতটুকু রক্ষা করতে পারেন। নির্বাচন কমিশন কতটুকু অঙ্গীকার রক্ষা করেন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা