পাবনা-১: এজেন্ট বের করে দেয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর  

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০০
অ- অ+

পাবনা-১ আসনের সাঁথিয়ার সিলন্দা, ধুলাউড়ি, মাহমুদপুরসহ বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে ভোট নেয়ার অভিযোগ করেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।

রোববার বেলা ১১ টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মাদরাসা ভোট কেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি।

তিনি অভিযোগ করে বলেন, তার অনেক এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠ ভোট নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

তিনি আরও বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিক অবহিত করেছেন মুঠোফোনে। তারা আমাকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠানো হবে।

ধুলাউড়ি মাদরাসা কেন্রের প্রিসাইডিং অফিসার খালিদ মোশাররফ বলেন, এই কেন্দ্রে ৩২০০ ভোটার আছে। সকাল থেকেই ১১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল।

এ ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা