জামালপুরে পরিত্যক্ত জায়গায় মিললো মর্টার শেল

জামালপুরের পরিত্যক্ত স্থান থেকে বিশ্বযুদ্ধে ব্যবহৃত ১টি মর্টার শেল পাওয়া গেছে।
সোমবার রাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া কোজঘড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই মর্টার শেলটি পাওয়া যায়।
মর্টার শেলটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমাচ্ছেন। স্থানীয়রা জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর মর্টার শেলটি দেখতে পায়। পরে সে দোকানের মালিককে বললে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের ও র্যাবের যৌথ টিম মর্টার শেলটি পাহারা দিচ্ছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করেছি। আজ সকালে ঘাটাইল ক্যান্টনম্যন্ট থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি উদ্ধার করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।
তিনি আরও বলেন, তবে মর্টার শেলটি কিভাবে এখানে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন