কালিয়াকৈরে বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:২১
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোত্তাকিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনি বাসের রেষারেষিতে রোকসানা আক্তার (২৬) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী বংশাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ছোটছাত্রাগাছা গ্রামের ওসমান শেখের মেয়ে। তিনি কাজের উদ্দেশ্যে স্থানীয় একটি কারখানায় এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা সদরের বংশাই সেতুর পাশে কাজের সন্ধানে এসে সড়ক পার হচ্ছিলেন রোকসানা আক্তার। এসময় টাঙ্গাইলগামী মোত্তাসিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনিবাস সড়কে রেষারেষি করে একটি বাস ওই নারীকে চাপা দেয়। ঘটনাটি দেখে আশপাশে থাকা লোকজন চিৎকার করে ছুটে আসলে বাসটি কিছুদূর গিয়ে থেমে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা