কালিয়াকৈরে বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোত্তাকিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনি বাসের রেষারেষিতে রোকসানা আক্তার (২৬) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী বংশাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা সদরের বংশাই সেতুর পাশে কাজের সন্ধানে এসে সড়ক পার হচ্ছিলেন রোকসানা আক্তার। এসময় টাঙ্গাইলগামী মোত্তাসিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনিবাস সড়কে রেষারেষি করে একটি বাস ওই নারীকে চাপা দেয়। ঘটনাটি দেখে আশপাশে থাকা লোকজন চিৎকার করে ছুটে আসলে বাসটি কিছুদূর গিয়ে থেমে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।
(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন