টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর সমর্থকের মুক্তির দাবিতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৬:২৪| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর এক সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করা হয়েছে। এসময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও করা হয়।

এসময় আবদুল লতিফ সিদ্দিকীর নেতাকর্মীরা অবরোধে অংশ নেয়। এতে তার সমর্থককে ছেড়ে দেয়ার দাবি করা হয়।

আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরো কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, হাসমত একজন এজাহারভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়নি।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা