নারায়ণগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১৩:২৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ৫ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানাস্থ মোগড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন, কুমিল্লা জেলার মো. ইউসুফের স্ত্রী কুসুম কুলসুম (৩০), বরিশালের মো. দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) কুমিল্লার সোনা মিয়ারর ছেলে মো. ইউসুফ (৫৩)।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে উক্ত আসামিরা প্রত্যেকে পেশাদার মাদক কারবারি। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা