বরগুনার পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৭:১৬
অ- অ+

বরগুনার পাথরঘাটায় হরিণের মাথা ও ২ কেজি মাংসসহ মো. ইউনুস নামে একজনকে আটক করেছে পাথরঘাটা বন বিভাগ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা নামক এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে মাথাসহ মাংস উদ্ধার কর হয়।

আটক মো. ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের ইউসুফ মিয়া ছেলে।

পরে আদালতের নির্দেশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা বনবিভাগের কার্যালয়ে মাথাসহ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখালের চৌরাস্তা নামক এলাকা থেকে হরিণের মাথা ও মাংসসহ মো. ইউনুসকে আটক করা হয়। মাংসসহ আটক ইউনুসকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মাংস ও মাথা মাটি চাপা দেয়ার নির্দেশ দেন এবং আটককৃতকে জেল হাজতে প্রেরণ করেন।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা