উখিয়ায় গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:২৪
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় করিম উল্লাহ (৩৭) নামে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত করিম উল্যাহ ২০নং ক্যাম্পের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা (ব্লক মাঝি) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গলা কেটে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা