মারা গেলেন আগুনে দগ্ধ হওয়া গাইবান্ধার সেই বৃদ্ধা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৫১ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে রক্ষায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া জবা রানী (৭৫) মারা গেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কর্নিপাড়া মহল্লায় নিজ বাড়িতে মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শীতের প্রকোপ থেকে রক্ষায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন ওই বৃদ্ধা।

নিহত জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অতিরিক্ত শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনে তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এসময় অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লেগে তার শরীর দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসলে শুক্রবার রাতে তিনি মারা যান।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :