জাবি ও পুলিশ স্টাফ কলেজের সমঝোতা চুক্তি সই

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ২৩:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক চুক্তিতে পুলিশ স্টাফ কলেজের পক্ষে ভাইস রেক্টর মো. রেজাউল হক, পিপিএম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন।

সোমবার (১৫ জানুযারি) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা সাড়ে ১২টায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষা-গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, ইন্টার্নশিপ প্রভৃতি ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ লাভ করবেন।

এসময় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম (বিপিএম, পিপিএম) মো. মতিউর রহমান শেখ, এমডিএস (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং), মো. শাহজাহান, পিপিএম, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট গবেষণা মেলা শুরু

ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে ১৮ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবির আবাসিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যৌন নিপীড়নের অভিযোগ: সত্যতা পাওয়ায় ঢাবির অধ্যাপক জুনাইদকে সাময়িক অব্যাহতি

বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় এক নম্বর হতে হবে: উপাচার্য

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন অকুতোভয় সৈনিক’

উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

এই বিভাগের সব খবর

শিরোনাম :