সংরক্ষিত নারী আসন ও উপজেলা নির্বাচন নিয়ে যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৬| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৮
অ- অ+

সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং উপজেলা নির্বাচন কবে হবে, তা নিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দুই নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংসদ থেকে প্রকাশিত খসড়া তালিকায় কোনো আপত্তি না থাকলে আগামী সপ্তাহে সেটা নির্বাচন কমিশনে উঠবে। কমিশনের অনুমোদন পাওয়ার পর সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আসছে রোজার আগেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম অংশ অনুষ্ঠিত হবে।’

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে অশোক কুমার বলেন, ‘জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কম, ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এবার বিপুল স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, সে জায়গাগুলোতে সংরক্ষিত আসন বন্টন কীভাবে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এ বিষয়ে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। রাজনৈতিক দল কোটা অনুযায়ী কয়টা আসন পাবে সেটা বলে দেওয়া হবে।’

রাজনৈতিক দলের কোটা তো পরিষ্কার, স্বতন্ত্রদের মধ্যে কাকে চিঠি দেবেন? তিনি বলেন, ‘স্বতন্ত্রদের কাউকে চিঠি দেওয়া হবে না। তবে রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিদের দেওয়া হবে। ৬০ জনেরটা কী হবে তা পরবর্তীতে জানানো হবে। তবে এখনো কোনো স্বতন্ত্র জোট বা কার সঙ্গে নির্বাচন করেছে, তা জানায়নি।’

কুমিল্লা সিটি নির্বাচনের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা এখনো স্থানীয় সরকার থেকে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে অশোক কুমার বলেন, ‘আমরা তালিকা পেয়েছি, সে অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত আছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

তিনি জানান, ‘নির্বাচন কমিশন ৪৮৫টা নির্বাচনযোগ্য তালিকা পেয়েছে। যেহেতু ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী সব উপজেলাই নির্বাচনযোগ্য।’

ইসির এই কর্মকর্তা আরও বলেন, ‘এসএসসি পরীক্ষা সামনে এবং রোজার বিষয়টি আমরা বিবেচনা করব। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন না হওয়ার প্র্যাকটিস রয়েছে। সে জন্য রোজার আগে নির্বাচন হতে পারে। পরবর্তী ধাপগুলো ঈদের পরে হবে।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা