ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

মানিকগঞ্জের সিংগাইরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তামিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার মো. শামীম হোসেনের পুত্র।
সূত্রে জানা যায়, তামিম বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার এক পর্যায় রাস্তায় দৌড়ে গেলে কালিয়াকৈর থেকে থেকে আসা ইজিবাইকটি শিশুটির ওপরে উঠে যায়। এতে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন