দফায় দফায় সময় বাড়িয়ে অর্ধেকও পূর্ণ হয়নি হজের কোটা, আসন খালি ৭৪ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৫১| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০১
অ- অ+

কয়েক দফা সময় বাড়িয়ে হজ নিবন্ধনের কোটা পূরণ হয়নি। ফলে নির্দিষ্ট পূর্ণ হওয়া ছাড়াই এবারের হজ নিবন্ধনের সময় শেষ হল। নির্ধারিত কোটার অর্ধেকেরও কম মানুষ এবার হজের জন্য প্রাক নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ২০২৪ সালের হজ নিবন্ধনের তৃতীয় ধাপের সময় শেষ হয়। গত বছরের ১৫ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর পর থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ হাজার ১১৫ জন হজ গমনেচ্ছু যাত্রী নিবন্ধন করেছেন। অন্যদিকে বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমতি দিয়েছিল সৌদি আরবের ধর্মমন্ত্রণালয়। অর্থাৎ সৌদির সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এখনো কোটা ফাঁকা রয়েছে ৭৪ হাজার ৮৩টি। ফলে মোট কোটার ৫৮ শতাংশ খালি রেখেই হজ নিবন্ধন শেষ করেছে সরকার।

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘হজের নিবন্ধন আজকেই (বৃহস্পতিবার) শেষ। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আমরা কোটা সারেন্ডার করে দেব। আগামী সপ্তাহে আমরা সৌদি আরবকে হজযাত্রীর সংখ্যা জানিয়ে দেব।’

ধর্মসচিব আরও বলেন, ‘নিবন্ধনের সময় বাড়ালে মিনায় আর জায়গাই পাব না। পরে সবাই গালাগালি করবে, সরকার আমাদের দূরে রেখেছে, কষ্ট দিয়েছে। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মিনায় জায়গা বুক করে ফেলেছে। আমরাই একমাত্র দেশ যারা এখনো হজযাত্রীদের সংখ্যা জানাতে পারিনি।’

গত বছরের ১৫ নভেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। প্রথমে নিবন্ধনের সময় ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। হজযাত্রীদের সাড়া না পাওয়ায় সর্বশেষ নিবন্ধনের সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি করা হয়।

বৃহস্পতিবার রাত ৮টার হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট ৫৩ হাজার ১১৫ জন হজযাত্রী প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩১৩ জন। সেই অনুযায়ী কোটার ৪২ শতাংশ হজযাত্রী নিবন্ধন করেছেন।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য ১ লাখ ৪ হাজার ১৬০ টাকা কমানো হয়েছে, তবুও বর্তমান হজ প্যাকেজের মূল্য অনেক বেশি বলে মনে করছেন হজে যেতে ইচ্ছুক ধর্মপ্রাণ মানুষ।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা