দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাসী চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে খুলনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৭:৫০
অ- অ+

বিপিএলের দশম আসেরর দ্বিতীয় দিনেও মাঠে গড়াবে দুইটি ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একবার করে ফাইনাল খেললেও এখনও শিরোপার দেখা পায়নি দুই দলের কেউই।

বিপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছে। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে সিলেটের দেয়া ১৭৮ রানের লক্ষ্য মাত্র ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।

এর আগে কখনও শিরোপা জিতেনি চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু একবারই ফাইনাল খেলেছিল দলটি। গেল আসরে অবশ্য আরও ভয়াবহ ছিল চট্টগ্রামের পারফরম্যান্স। লিগ পর্বের ১২ ম্যাচে মাত্র তিনটিতে জিতে সাত নম্বরে থেকে আসরে ইতি টানে তারা।এবারের মৌসুমে অবশ্য সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চায় চট্টগ্রাম। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার শুরুতেই জয় দিয়ে শুরু করেছে চট্টগ্রাম।

সিলেটের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন শাহদাত হোসাইন ও নাজিবুল্লাহ জাদরান। এই জুটিতেই ভর করে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। তবে এতে ভাগ্যের সহায়তা বেশ ভালোভাবেই পেয়েছেন নাজিবুল্লাহ। তিনবার তার সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন সিলেটের ফিল্ডাররা।

জীবন পেয়ে সেটা হাতছাড়া করেননি এই আফগান ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে গিয়েছেন দীপু। এই লোকাল বয় নিজেও জীবন পেয়েছেন ২৫ রানের সময়। সেই শাস্তিই সিলেটকে দিয়েছেন দুজনে। তাদের শতরান পেরুনো পার্টনারশিপ চট্টগ্রামকে এনে দিয়েছে দারুণ এক জয়। দীপু অপরাজিত ছিলেন ৫৭ রানে। নাজিবুল্লাহর ব্যাট থেকে এসেছে ৬১ রান।

অপরদিকে খুলনার আজ প্রথম ম্যাচ। বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। এবার শক্তিশালী দলই গড়েছে খুলনা টাইগার্স। দলটিতে আছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। কাপ্তান বিজয়ের পাশাপাশি মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। পেস বিভাগের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে আছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম।

দেশি আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানরাও আছেন এই তালিকায়। অন্যদিকে শেষ মুহূর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা। এবারের আসরের শুরু থেকেই দ্য গ্রিন ম্যানদের এই তারকাকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো আরিফ আহমেদকেও দলে টেনেছে তারা।

আত্মবিশ্বাসী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে কেমন করে খুলনা টাইগার্স সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: হাইকোর্টের রায় নিয়ে দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই
আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে, গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি
শাকিবের ‘তাণ্ডব’ ফোরকাস্টেই কাঁপছে ঢালিউড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা