শিবগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

​​​​​​​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯
অ- অ+
লাশ উদ্ধারের সংবাদ শুনে স্থানীয়দের ভীড়। ইনসেটে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা শিশুর লাশ।

বগুড়ার শিবগঞ্জে তিন দিন নিখোঁজ থাকার পর স্কুলছাত্রী হালিমা খাতুনের (৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়ায় নিজ চাচার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ হালিমা খাতুন উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিসার রহমান (৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তার চাচিকে আটক করেছে পুলিশ।

নিহত হালিমার বাবা হাবলু মিয়া জানান, শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশকে জানালে রবিবার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ আমার বড় ভাই আনিছার রহমানের (৩৫) শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির চাচা আনিছারের সঙ্গে হাবলু মিয়ার কোনো দ্বন্দ্ব ছিল না। এমনকি গতকাল রবিবার ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সাথে পুকুরেও নেমেছিল আনিছার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আমরা গতকাল ঐ এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ বিকালে শিশুটির চাচার বাড়ির শয়নকক্ষে তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা