সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২০:৪৬
অ- অ+

সিলেটে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও পদক প্রদান করা হয়েছে।

সোমবার বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।

পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, লেখাপড়ার পরিবেশ ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখায় ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের এ পুরস্কার প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন প্রাথমিক শিক্ষা জাতির সূতিকাগার। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বলেই ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন বঙ্গবন্ধু।

আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের হাতিয়ার উল্লেখ করে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও ব্যক্তিত্ব দিয়ে অনুপ্রাণিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক অসাম্প্রদায়িক চেতনা ও দেশাত্মবোধ নিয়ে বেড়ে ওঠে। এজন্য পাঠ্য বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস, শিল্প-সাহিত্য, বিজ্ঞান এবং বিশ্বের বিভিন্ন বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা