ভারত ফেরত ভুটানের কারমা সুস্থ হলেন বাংলাদেশের চিকিৎসায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৩| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৫
অ- অ+

ক্যান্সারের কারণে নাকে পচন ধরা ভুটানের কারমা দেমার চিকিৎসা নিতে যান ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে দুইবার অস্ত্রোপচার চালিয়েও ব্যর্থ হয়েছেন ভারতের চিকিৎসকরা। তবে বাংলাদেশে এসে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাত্র ১২ দিনে চিকিৎসা নিয়েই সুস্থ তিনি। অনেকটাই সুস্থ কারমা এখন অপেক্ষায় আছেন দেশে ফেরার জন্য।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হাসিব রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘যদিও অপারেশনটি অনেকটাই জটিল, সবসময় সঠিকভাবে কাজ না করারও সম্ভাবনা থাকে। তারপরও আমাদের আপ্রাণ চেষ্টার ফলে আমরা সফল হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি মেডিকেল ভিসায় আসা কোনো বিদেশি রোগীর বাংলাদেশে প্রথম জটিল অস্ত্রোপচার।’

অস্ত্রোপচার সফল হওয়ায় বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন তিনি।

তবে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন কারমা দেমা। চিকিৎসকরা বলছেন, শিগগিরই সুস্থ হয়ে ভুটান ফিরবেন।

এর আগে ১০ বছর আগে নাকের গহ্বরে ক্যানসার ধরা পড়ার পরে ভারতে চিকিৎসা নিয়ে ক্যানসারমুক্ত হলেও নাকে পচন ধরে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ভুটানের কলেজছাত্রী কারমা দেমার। নাক পুনর্গঠনে ভর্তি হন টাটা মেমোরিয়ালে। কিন্তু দুবার অস্ত্রোপচার করেও সফল হয়নি।

ভুটানে একটি অনুষ্ঠানে কারমা ডা. সামন্ত লাল সেনের দেখা পান। তার পরামর্শেই গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। ৯ জানুয়ারি অস্ত্রোপচার হয় বার্ন ইনস্টিটিউটে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা