৩ কেজি চালের জন্য শ্যালককে খুন

ধার নেওয়া তিন কেজি চাল ফেরত না দেওয়ায় কক্সবাজারের টেকনাফে ভগ্নিপতি জাফরের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলমের (২৭) মৃত্যু হয়েছে।
বুধবার সকালে টেকনাফ সাবারাং প্যান্ডেল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভগ্নিপতি জাফর রয়েছেন।
নিহত শাহ আলম (২৮) ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক জাফর আলমকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকালে জাফর ধার নেওয়া চাল ফেরত চাইতে গেলে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাফর ক্ষিপ্ত হয়ে শাহ আলমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন