ভালো শুরুর পর ছন্দ হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
অ- অ+

ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও উইকেট টিকিয়ে রাখতে পারেনি টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে আসে ৫২ বলে ২৯ রান। গর্গের বলে পার্থ প্যাটেলের হাতে ধরা পড়ার আগে আদিল করেছেন ২৮ বলে ১৩ রান।

আদিলের পর সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলীও। ৪৫ বলে ২৭ রান করেন তিনি। তার বিদায়ে ৬৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

৬৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন চৌধুরী মোঃ রিজওয়ান ও আরিফুল ইসলাম। এই জুটিও বেশিদূর এগোতে পারেনি। দলীয় ৯৪ রানে পার্থ প্যাটেলের শিকার হয়ে সাজঘরে ফিরে যান চৌধুরী মোঃ রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ৪০ বলে ৩৫ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান। ক্রিজে আছেন রিজওয়ান ও আরিফ।

এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।

'এ' গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ- আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ- প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ। (ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা