শাহ আমানতে সিগারেটের প্যাকেটে মিলল দেড় কোটি টাকার সোনা

​​​​​​​চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩০| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪
অ- অ+

বিভিন্ন সরকারি সংস্থার চোখ ফাঁকি দিয়ে সোনা চোরাচালানে নানা কৌশলের আশ্রয় নিয়ে আসছে চোরাকারবারিরা। এবার এই কাজে বেছে নেওয়া হয়েছে সিগারেটের প্যাকেট। তবুও রক্ষা হয়নি, শেষ পর্যন্ত ঘটনাটি ধরা পড়েছে। প্রায় দেড় কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে সিগারেটের প্যাকেট থেকে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এটি। পাচারের সময় ১৪টি সোনার বার জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী দুই নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশে অবস্থান নেয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। পরে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। তা খোলার পর সেখান থেকে কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি সোনার বার জব্দ করা হয়, যার বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধারকৃত সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা