দক্ষিণ আফ্রিকায় ফেনীর যুবককে গুলি করে হত্যা

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবক নুরুল হুদা ওরফে লিটনের (৩৪) বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামে।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নুরুল হুদার ছোট ভাই নুরুল আলম মুঠোফোনে পরিবারের সদস্যদের এ তথ্য জানিয়েছেন।

দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, “দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।”

নুরুল হুদার জ্যাঠাতো ভাই মনির হোসেন বলেন, “দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হিলব্রু এলাকায় ব্যবসা করতেন নুরুল হুদা। সেখানে তার দুটি দোকান রয়েছে। এর মধ্যে একটি নুরুল হুদা নিজে দেখাশোনা করতেন। আরেকটি তার ছোট ভাই নুরুল আলম চালায়।”

তিনি জানান, “কিছুদিন ধরে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে নুরুল হুদার বিরোধ চলছিল। আজ সকাল ৯টার দিকে দোকানের সামনের সড়কে নুরুল হুদাকে একা পেয়ে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে এর কিছুক্ষণ পর তিনি মারা যান।”

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিনের মধ্যে নুরুল হুদার দেশে আশার কথা ছিল। তার বিয়ের জন্য বাড়িতে কনে দেখা হচ্ছিল। এ জন্য বাড়িতে একতলা ভবনের কাজও শেষ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :