কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। ফলে শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামবাসী। আবহাওয়ার এমন বৈরী আচরণে ভোগান্তিতে পড়েছে পেশাজীবী ও শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ বলেন, গত ৮-১০ বছরে কুড়িগ্রামে এমন পরিস্থিতি দেখিনি। শীতের সঙ্গে প্রচুর ঠান্ডা বাতাস বইছে। কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। আমরা বয়স্ক মানুষ আমাদের হাঁটতে চলতে খুব সমস্যা হচ্ছে।
ধরলার পাড়ের মোস্তাক মিয়া বলেন, ঠান্ডায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে। হাত পা বরফ হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো, কাজ না করলেতো সংসার চলবে না।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরকম তাপমাত্রা আরও দুই চারদিন অব্যাহত থাকতে পারে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন