রওশন এরশাদ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক অবস্থায় নেই: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:০১ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ অসুস্থ, তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। স্বার্থান্বেষী মহল রওশন এরশাদকে ব্যবহার করছে বলে অভিযোগ জাপা মহাসচিবের।

সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দলের নাম ভাঙিয়ে কমিটি করা হচ্ছে অভিযোগ করে জাপা মহাসচিব বলেন, “দলের নামে যারা কমিটি করছে তারা দলের কেউ না। যারা পদ রাখেন না তারাও কথা বলছেন। এটা ঠিক নয়।”

চুন্নু বলেন, “রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক অবস্থায় নেই অসুস্থ রওশন এরশাদ, যদিও তিনি সম্মানীয়। কিন্তু স্বার্থান্বেষী মহল ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা করছে।”

যাদের বহিষ্কার করা হয়েছে তাদের নিয়ে বসা হবে না জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, “রওশন এরশাদ তাদের নিয়ে বসলে বসুক। ক্ষমা চাইলেও তাদের নিয়ে আলোচনা করা হবে না। কাকরাইল কার্যালয়ে কোনো টোকাই আসার চেষ্টা করলে নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। কেউ জোর করে কিছু করতে পারবে না।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদের আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকারের সিদ্ধান্ত যথার্থ। সংসদে জাতীয় পার্টির কতজন সেটা ব্যাপার নয়। জিএম কাদেরের নেতৃত্বে আগামী দিনে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা রাখবে। গ্রহণযোগ্যতা পাবে মানুষের কাছে।”

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দিয়ে পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। একইসঙ্গে তার মুখপাত্র কাজী মামুনুর রশিদকে দলের মহাসচিব পদে বহাল করেন৷

একইদিনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত এবং দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :