পূবাইলে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে পূবাইল থানাধীন কুদাব এলাকায় ওকাল উদ্দিনের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।
পূবাইল থানা পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ডাকাতির একটি ঘটনা শুনেছি। এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন