বুধবার শীতার্তদের কম্বল দেবে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। বুধবার বেলা ১১টায় লালবাগের নবাবগঞ্জ পার্ক মাঠে হবে এই আয়োজন। এ সময় সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আরও থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

মন্তব্য করুন