বইমেলায় অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস, সার্বক্ষণিক দায়িত্বে থাকছেন ৭৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৫১

অমর একুশে বইমেলার অগ্নিনিরাপত্তা নিশ্চিতে দুটি অস্থায়ী ফায়ার স্টেশন নিয়ে প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেই সঙ্গে অগ্নিনির্বাপণের বিভিন্ন সরঞ্জাম ও ৭৭ জন জনবল নিয়ে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে সংস্থাটি কাজ করবে বলে জানানো হয়।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন জনবল। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি জানান, দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার সোহরাওয়ার্দী উদ্যানের ছয়টি পয়েন্ট ও বাংলা একাডেমির তিনটি পয়েন্টে মেলা চলাকালীন সময়ে দুটি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন এবং অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দেবেন। অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে অসুস্থদের তাৎক্ষণিক সেবা ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।

এছাড়া বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নং ১৭ ও ১৮ নং স্টলে); যেখানে ফায়ার সার্ভিস থেকে প্রকাশিত অগ্নিনিরাপত্তাবিষয়ক বিভিন্ন বইও পাওয়া যাবে বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সশস্ত্র সদস্য থাকবে: স্বরাষ্ট্রসচিব

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন মানসম্মত তথ্য ও সমন্বিত উদ্যোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :