প্রথমবার সংসদে যাওয়ার যে অনুভূতি জানালেন এমপিরা 

মানুষের হয়ে সংসদে দায়িত্ব পালন করাই চ্যালেঞ্জ

জাফর আহমেদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১
অ- অ+

জীবনের প্রথম সংসদে যাওয়া এ এক অন্য রকম অভিজ্ঞতা। সংসদে ঢুকে মনে হয়েছে আমরা মানুষের প্রতিনিধি, মানুষ আমাদের এখানে পাঠিয়েছে তাদের জন্য কিছু করার জন্য। শুনেছি সংসদ অনেক গুরুত্বপূর্ণ, আসলেই সংসদ অনেক গুরুত্বপূর্ণ। এখন সৎভাবে দায়িত্ব পালন করাই বড় চ্যালেঞ্জ। ঢাকা টাইমসের কাছে এমন অভিমত ব্যক্ত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে যাওয়া বেশ কয়েকজন এমপি। এদের মধ্যে অনেকে প্রথমবার দলীয় মনোনয়ন পেয়েই বাজিমাত, আবার অনেক স্বতন্ত্র প্রার্থী জীবনের প্রথম নির্বাচন করেই এমপি হয়ে সংসদ চলে গেছেন।

এ বিষয়ে তাদের অনুভূতির কথা জানতে চেয়েছে ঢাকাটাইমস। তারা বলেন, প্রথমবারের মতো সংসদে যাওয়ার অনুভূতিটাই অন্য রকম। যে যাদেরকে টিভির পর্দায় দেখেছি তাদেরকে সামনা সামনি দেখা, কথা শোনা সেটা আরও ভালো লাগার বিষয়। জনগণের দোরগোড়ায় যাওয়ার জন্য অন্যতম মাধ্যমে হলো সংসদ। তবে মানুষের হয়ে দায়িত্বপালন করা বড় একটি চ্যালেঞ্জ, আর বড় চ্যালেঞ্জ সৎ থেকে দায়িত্ব পালন করা। বিশেষ করে যাদের বয়স কম এবং প্রথমবারের মতো এমপি হয়ে সংসদে গেছেন তাদের অনেক কিছু শেখার আছে। নতুন সংসদ সদস্যের জন্য সংসদ বড় একটি স্কুল। রাজনীতি ও জনেসেবার জন্য অনেক কিছু শেখার আছে সংসদ থেকে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের এমপি এসএম কামাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, সংসদে যাওয়া সেই এক অন্য রকম অনুভূতি। এমপি নির্বাচিত হয়ে, সংসদে গেলে মনে হয় মানুষের সেবার জন্য এসেছি। মানুষের কাছে যাওয়ার জন্য সংসদ।

ঢাকা-৪ আসনের স্বতন্ত্র এমপি আওলাদ হোসেন ঢাকা টাইমসকে বলেন, অনেক ইচ্ছে ছিল মানুষের জন্য কাজ করবো, সেই সুযোগ পেয়েছি। দেশ গঠনকে সুযোগ পেয়েছি, মানুষের জন্য কাজ করতে চাই। সংসদের ঢুকে মনে হয়েছে মানুষের জন্য কাজ করতে পারবো। তবে চ্যালেঞ্জ আছে।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. বিপ্লব হাসান ঢাকা টাইমসকে বলেন, আগে শুনেছি সংসদ অনেক গুরুত্বপূর্ণ, আসলেই সংসদ গুরুত্বপূর্ণ। সংসদে প্রথম দিনে যাওয়ার অনুভূতিটাই অন্য রকম। মানুষের হয়ে দায়িত্বপালন করা বড় একটি চ্যালেঞ্জ। সৎ হয়ে দায়িত্ব পালন করা আরও বড় চ্যালেঞ্জের।

রাজশাহী-৩ আসনের এমপি মো.আসাদুজ্জামান আসাদ ঢাকা টাইমসকে বলেন, প্রথমে সংসদে ঢুকে মনে হয়েছে, এটি একটি স্মরণীয় দিন। মানুষের জন্য কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেলে। কিন্তু কথা হলো সৎভাবে কাজ করতে পারবো কি না, সৎ থাকতে পারবো কি না, এটিই এখন বড় চ্যালেঞ্জ। তবে সংসদে ঢুকে মনে হয়েছে এখান থেকে চাইলে মানুষের জন্য কিছু করার আছে।

পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ ঢাকা টাইমসকে বলেন, প্রথম দিন সংসদের স্মৃতি ছিল আমার চমৎকার। সংসদে ঢুকে যখন প্রধানমন্ত্রীসহ বড় বড় নেতাদের দেখলাম তখন আমার অনুভূতি ছিল চমৎকার। আমার বয়স কম, সংসদে ঢুকে মনে হয়েছে এটি বড় একটা স্কুল, রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। শিখতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো।

জামালপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মো. আবদুর রশীদ ঢাকা টাইমসকে বলেন, প্রথম এমপি হয়ে সংসদে গিয়েছি, সংসদে ঢুকে ভালোই লাগছে। মনে হয়েছে মানুষের জন্য কাজ করার মতো কিছু আছে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগের সরকার গঠনের পর গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। দ্বাদশ সংসদে নতুন এমপিদের প্রথম অধিবেশনের আগে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদের বিরোদী দল নেতা শুভেচ্ছা বক্তব্য রাখেন। চলতি এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে জানা গেছে সংসদ সূত্রে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় নির্বাচনে কি ভূমিকা নেবে বুঝিয়ে দিল সরকার: ইশরাক 
জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা