রাজবাড়ী আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি খন্দকার হাবিবুর, সম্পাদক আব্দুর রাজ্জাক

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২
অ- অ+

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ প্যানেলের। বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবীরা ১০টি পদে ও আওয়ামীপন্থি আইনজীবীরা ১টি পদে বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অশোক কুমার সাহা। তিনি জানান, নির্বাচনে মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের মূল ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার সাহা।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ২২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে আওয়ামী আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এবং জাতীয়তাবাদী আইনজীবী ও সাধারণ আইনজীবীরা সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। ফলাফল ঘোষণার পর দেখা গেছে, নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল থেকে সদস্য পদে একজন বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্যানেলের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. আনিছুর রহমান ৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মো. আবুল হোসেন মোল্লা ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে গৌতম কুমার বসু ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিএনপিপন্থি মো. আব্দুর রাজ্জাক-২ বিজয়ী হয়েছেন ১৩১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আওয়ামী লীগপন্থি মোস্তফা কবীর ৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের দুইজনই বিজয়ী হয়েছেন। এর মধ্যে জাহিদ উদ্দিন মোল্লা ১১৫ ভোট ও মোহাম্মদ তসলিম আহমেদ (তপন) ১০৪ পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মো. আশরাফুল হাসান আশা ৯৯ ভোট ও মো. আরব আলী ৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিপ্লব কুমার রায় ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের আহমেদ আলী মৃধা (বাট) ৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পদে পাঁচজনের মধ্যে চারজনই বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী হয়েছেন। একজন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছে। সদস্য পদে বিজয়ীরা হলেন— সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মো. ফিরোজ উদ্দিন (১২২), মো. সিদ্দিকুর রহমান (১১৮), এম এম শাহরিয়ার জামান রাজিব (১১৮), মো. জিয়াউর রহমান (১১৬) ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শামীমা ইসলাম সোনীয়া ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পরাজিতদের মধ্যে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ৭৭ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অনুপ কুমার দাস ৮৭ ভোট, খন্দকার ছানোয়ার হোসেন ৯৪ ভোট, সম্রাট খান ৭৮ ভোট, মো. সাফিউল রেজা তপন ৯২ ভোট পেয়ে পরাজিত হন।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা