কলাপাড়ায় অফিসের দায়িত্ব নিতে দুই সরকারি কর্মকর্তার লড়াই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্ব নিতে লড়াই করছেন দুই কর্মকর্তা। তাদের এ লড়াইয়ের বিষয়টি সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও অবগত রয়েছেন।

জানা যায়, ওই অফিসের ভূমি সহকারী মো. রফিকুল ইসলামের বদলি হলে তার জায়গায় কাজী মো. জাহিদুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু কর্মকর্তাদের কোন্দলের কারণে একটি অংশ সাইফুল নামের একজনকে ওই অফিসের দায়িত্ব দিতে মরিয়া হয়ে ওঠে।

গত সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশ রয়েছে জানিয়ে কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে থাকা কাজী মো. জাহিদুল ইসলামের কাছে দপ্তরের চাবি চাইতে যান। এ নিয়ে বাড়াবাড়ি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে চাবি না নিয়েই ফেরত আসেন তিনি।

দপ্তরের চাবি নিতে আসা কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি ওখানে গিয়েছি। তবে কাজী মো. জাহিদুল ইসলাম চাবি না দেওয়ায় ফিরে এসেছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। লিখিত কোনো নির্দেশনা ছাড়া রাতের আঁধারে একটি দপ্তরের চাবি বুঝে নিতে যাওয়ার বিষয়টি মানতে পারছে না তারা।

এ বিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কাজী মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ অফিসের দায়িত্বে আছি। সম্প্রতি আমার একই ব্যাচের সাইফুল নামের একজন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে এখানে বদলি হয়ে আসে। তিনি এখানে আসার পরেই আমার নিকট থেকে দায়িত্ব নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এজন্য উপর মহল থেকেও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, ওই দপ্তরের দায়িত্বভার নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছে। তবে এ নিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা