কম দামে মাংস বিক্রি করায় হত্যা, অভিযুক্তকে ধরল র‌্যাব

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৮

কম দামে মাংস বিক্রি করায় মাংস বিক্রেতা মামুন হোসেন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান খোকন। রবিবার রাতে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০ জানুয়ারি রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় ভিকটিম মামুন হোসেনের হত্যাকারী মিজানুর রহমান খোকনকে শরীয়তপুর হতে আটক করেছে র‍্যাব। এবিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে।

ঘটনার দিন রাজশাহীর বাঘার আড়ানী হাট-বাজারে মাংস ব্যবসায়ী খোকন হোসেনের ছুরিকাঘাতে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। সে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

এদিন সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাট-বাজারে এই ঘটনা ঘটে। সম্পর্কে তারা ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মাংস বিক্রেতা মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। কম দামে মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মামুন হোসেন। ঘটনার পরপরই সটকে পড়েন খোকন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘প্রধান অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার

সাবেক এমপি পাপুলের শ্যালিকা জেসমিনের নামে দুদকের মামলা

পরিবহনে চাঁদাবাজি-ছিনতাই, গ্রেপ্তার ১১

নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি: ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :