সিঙ্গাইরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সাহরাইল বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

তবে ফায়ার সার্ভিসে বলছে, ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এ অগ্নিকাণ্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে সরিষা মেইলে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও সরিষা মেইলের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইসতিয়াক আহমেদ বলেন, আনুমানিক রাত ৩টার দিকে খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টা অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :