বগুড়ায় আলামিন হত্যা মামলার প্রধান আসামি মারুফ গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১

বগুড়ায় আলামিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মারুফকে (২০) গ্রেপ্তার করেছে ্যাব।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

গ্রেপ্তারকৃত মারুফ শাজাহানপুর উপজেলার এরুলবিশা গ্রামের মিজানের ছেলে।

্যাব জানায়, গত ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শাজাহানপুরের বয়রাদীঘি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হলে আলামিনকে ছুরিকাঘাত করেন মারুফ। পরে গুরুতর আহত অবস্থায় আলামিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফেব্রুয়ারি দুপুরে মারা যান আলামিন। ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মারুফকে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :