চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান শক্ত করল সাকিবের রংপুর

দশম বিপিএলে প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহের দিনে জয় পেল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার রেজা হেনড্রিক্স ও কিউই ব্যাটার জেমস নিশাম। দুই বিদেশি তারকার জোড়া ফিফটির কল্যানে চলতি আসরে প্রথম কোনো দল হিসেবে দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। জবাবে বেশিদূর এগোতে পারেনি চট্টগ্রাম চ্যালঞ্জার্স। ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রংপুর।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো।
এ দিকে সাকিবের মতো কার্যকরী ইনিংস এসেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের থেকেও। তিনি ২১ বলে অপরাজিত ৩১ করেন। আর দলের সঙ্গে যোগ দিয়েই কাজের কাজটি করেন জিমি নিশাম। ৫ চার ও ৩ ছক্কায় তিনি ২৬ বলে করেন ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২১১ রানে। চট্টগ্রামের পক্ষে ৮ জন বোলার মিলে ২০ ওভার করেছেন। সর্বোচ্চ ২টি উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল।
২১২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ১২ রানে বিদায় নেন জশ ব্রাউন। তিনি ৯ বলে মাত্র ১০ রান করেন। তবে আরেক ওপেনার সৈকত আলী থিতু হয়েছিলেন উইকেটে। একে একে টম ব্রুস, শাহাদাত হোসেন দিপু বিদায় নিলেও সৈকত চেষ্টা করেন রানের খাতা সচল রাখতে। তার সঙ্গে কার্টিস ক্যাম্ফার ও অধিনায়ক শুভাগত হোম জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু পাহাড়সম লক্ষ্য দলটি ভেদ করতে ব্যর্থ হয়।
৪৫ বলে ৬৩ রান করে রান আউটের ফাঁদে পা দেন সৈকত। আর ২১ বলে ২৪ রান করেন ক্যাম্ফার ও ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক শুভাগত। তাতে কেবল হারের ব্যবধানই কমেছে। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জিমি নিশাম ও সাকিব আল হাসান।
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন