কুমিল্লায় অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘের্ষে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ডভ্যান চালক পালিয়েছে। আমরা কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে এনেছি।’
তবে এখন পর্যন্ত নিহত কারও পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন