ওয়াসা থেকে ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব যাচ্ছে সিটি করপোরেশনে

শহরের ড্রেনের ব্যবস্থাপনার যে দায়িত্ব এতদিন ছিল ওয়াসার হাতে, তা এবার যাচ্ছে সিটি করপোরেশনের কাছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিন ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থাপনা এখন ওয়াসা থেকে সিটি করপোরেশনে চলে আসছে। এই পুরো কাজটিকে আনার জন্য যে পরিবর্তন দরকার, সেটা এখানে আনা হয়েছে।’
সংশোধিত আইনটিতে সিটি করপোরেশনের কোনো কাউন্সিলরের পদ শূন্য হলে সেখানে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে সেই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে যেটা ছিল কোনো কাউন্সিলর যদি অনুপস্থিত থাকতেন বা যদি উনি বিদেশে যান বা শূন্য হতো কোনো কারণে, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর ওটার দায়িত্ব পেতেন। কিন্তু এখন যেটা করা হয়েছে, যদি শূন্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, তখন ওখানকার সংরক্ষিত আসনের যিনি কাউন্সিলর আছেন, তাকে ওই দায়িত্বটি দিতে হবে, সেই বিধানটি আসছে।’
মাহবুব হোসেন বলেন, ‘গত বছরের শেষের দিকে এসে অক্টোবর মাসে এই আইনটি উপস্থাপন হয়েছিল এবং তখন এটিকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। সেটি উপস্থাপন করা হলে তখন সংসদে নেওয়ার প্রসঙ্গ ছিল। কিন্তু তখন তারা বাকি প্রসেস করে সংসদে নিতে পারেনি। এ জন্য এই সংসদে উপস্থাপন করার জন্য ওনারা আবার মন্ত্রিসভায় উঠিয়েছিলেন। মন্ত্রিসভা সেটি সামান্য একটু সংশোধন করে অনুমোদন দিয়েছে।’
সংশোধিত আইনে সিটি করপোরেশনের এলাকা সরকার গেজেট দিয়ে নির্ধারণ করতে পারবে- এমন বিধান যুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ‘আগের আইনে ছিল যে একটি সিটি করপোরেশন গঠিত হলে বা বিদ্যমান সিটি করপোরেশনের কী এরিয়া হবে, সেটি একটি তফসিলভুক্ত ছিল। এবার বলা হচ্ছে, তফসিলভুক্ত না করে সরকার গেজেট দ্বারা নির্ধারণ করতে পারবে। সে বিধানটি এখানে রাখা হয়েছে।’
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন