কেন্দুয়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময়

সরকারের সকল পরিকল্পনা ও সেবা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সকল সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ভাস্কর তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. ইউনুস রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্বনন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’
তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপ্রাণ চেষ্টা করে যাবো। এ উপজেলাকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর ও উন্নয়নের রোল মডেল হিসেবে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন