ভৈরব রেলওয়ে স্টেশনে লাইনের পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন, দুর্ঘটনার আশঙ্কা

রেল বিভাগের অনুমতি ছাড়া ভৈরব রেলওয়ে স্টেশনে রেললাইনের পাশ দিয়ে টানা হয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন। এতে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম -ময়মনসিংহ রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ভ্রমণ করতে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা ও স্টেশন সংশ্লিষ্টরা। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে এই বিদ্যুৎ লাইনের খুঁটি বসানো হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, রেলস্টেশনের তিন নম্বর লাইনের খুব কাছ দিয়ে বিদ্যুতের লাইনটি টানা হয়েছে।
তবে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের মতে বিদ্যুতের লাইন টানতে কারো অনুমতি লাগেনা।
এদিকে প্রকাশ্যে ১১ হাজার ভোল্টের লাইনটির নতুন খুঁটি বসানো হলেও বিষয়টি অবগত ছিল না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন টানতে হলে গভর্মেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ের (জিআইবিআর) অনুমতি লাগবে।
এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, এই লাইনটি বহু বছার আগে ভৈরব বাজারের গ্রাহকদের জন্য টানা হয়েছে। সম্প্রতি খুঁটিগুলো পরিবর্তন করা হয়েছে মাত্র। বিদ্যুতের লাইন টানা হলে জনস্বার্থে কারো অনুমতি প্রয়োজন পড়ে না বলেও জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের ঢাকার সাবেক এস্টেট অফিসার মো. শফিউল্লাহ তপন বলেন, ভৈরব রেলস্টেশনের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানার জন্য আমরা কোনো অনুমতি দেইনি।
বাংলাদেশ রেলওয়ে ভৈরব শাখার সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, বিষয়টি আমি অবগত নই। কখন খুঁটি বসানো হয়েছে তা আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় প্রকৌশলী ( ডিআই-২) মো. সিরাজ জিন্নাত মুঠোফোনে জানান, বিষয়টি আমরা জানি না। এখবর আমাকে কেউ দেয়নি। আমি খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নিব ।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন